তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ দেশের এই ক্রান্তিলগ্নে যানজট নিরসনে ও ফুটপাত দখলমুক্ত রাখতে রোভার স্কাউট গ্রুপ ও সাধারণ ছাত্রছাত্রীদের পাশাপাশি কাজ করে যাচ্ছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১১ টায় দিনব্যাপী বড়লেখা পৌর শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেন তারা। এসময় তারা যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করেন এবং ফুটপাতে অবৈধ ভাসমান ব্যবসায়ীদের উচ্ছেদ করার আহবান জানান ও সকল পথচারীদেরকে ফুটপাত ব্যবহার করার জন্য অনুরোধ জানান।
নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন ও সহ-সভাপতি আব্দুল আজিজ জানান, দেশের এই ক্রান্তিলগ্নে নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের নির্দেশনায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নিসচার সকল শাখা সমূহ একযোগে কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় নিসচা বড়লেখা শাখা কাজ করে যাচ্ছে। এই কাজ অব্যাহত থাকবে। এসময় তিনি নতুন বাংলাদেশ বির্নিমানে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।