তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ গত ৬ আগস্ট থেকে দেশের সড়ক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের পাশে থেকে টানা ৯ দিন থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) প্রতিদিনের মতো আজও বড়লেখা পৌর শহরে টানা ৯ম দিনের মতো সড়কে শৃঙ্খলা বজায় রাখতে দিন-রাত নিরলসভাবে সড়ক শৃঙ্খলা কার্যক্রম করছে নিসচা বড়লেখা শাখা।
নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন বলেন, সড়কে আমরা সবসময় থাকি। যেহেতু এখন শিক্ষার্থীরা সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছে তাদের আমরা সহযোগিতা করছি। তাদের সঙ্গে মিলেমিশে কাজ করলে অনেক বেশি মানুষকে নিয়ম-কানুনের মধ্যে আনা যাবে। দেশের প্রায় প্রত্যেকটা জেলা-উপজেলায় আমাদের মতো যে শাখা সংগঠনগুলো রয়েছে তারা সবাই দেশের কল্যাণে অতন্দ্র প্রহরী হিসেবে নিরলসভাবে কাজ করছে।
সহ-সভাপতি আব্দুল আজিজ বলেন, স্কুল-কলেজ খুললে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে। তখনও আমরা সড়কে থাকবো। নিসচা ৩১ বছর ধরে নিরাপদ সড়কের দাবিতে রাজপথে থেকে এ কাজ করে যাচ্ছে। আগামীতেও এভাবে কাজ করে যাবে যতদিন পর্যন্ত সড়কে শৃঙ্খলা না ফিরবে।
সাধারণ সম্পাদক আইনুল ইসলাম বলেন, দেশের ক্রান্তিলগ্নে নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনতার নেতা গণমানুষের মহানায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশনায় সারা দেশে নিসচা কর্মীরা ট্রাফিক নিয়ন্ত্রণে নেমে পড়ে। পাশাপাশি স্বেচ্ছায় দায়িত্বপালনে নেমে পড়েন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও।
এদিকে বড়লেখায় আজও ফিরেনি ট্রাফিক কার্যত বিভিন্নভাগে বিভক্ত হয়ে রুটিন অনুযায়ী নিসচা ও শিক্ষার্থীরা সামলাচ্ছেন পৌর শহরের ব্যস্ততম রাজপথগুলো।