English

14 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

বড়লেখায় টানা ৫ দিন থেকে নিসচা’র সড়ক শৃঙ্খলা কার্যক্রম

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখায় পৌর শহরে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের মতো দাঁড়িয়ে নিসচা, স্কাউট ও ডিএনসিসির সদস্যরা। উল্টোপথে চলা গাড়িগুলোকে আটকে নিয়ম মেনে চলতে চালকদের প্রতি আহবান করা। এতে কেউ আর উল্টাপথে গাড়ি চালাচ্ছেন না। হেলমেটহীন মোটরসাইকেল চালালে তাকে আটকে হেলমেট পরার পরামর্শ দেওয়া। কেউ যত্রতত্র স্থানে গাড়ি রাখলে তাদের গাড়ি নির্দিষ্টস্থানে রাখাতে মাইকিংয়ে মাধ্যমে প্রচারণা করা। এতে সড়কে শৃঙ্খলা ফিরেছে। যানজট কমেছে।

রবিবার (১১ আগস্ট) পৌরশহরের প্রধান সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে টানা ৫ দিন থেকে ধারবাহিকভাবে স্বেচ্ছায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা শাখা পাশাপাশি রোভার স্কাউট, বিএনসিসি ও দূর্বার মুক্ত স্কাউট গ্রুপ দেশের চলমান পরিস্থিতিতে তাদের এমন ভূমিকা সর্ব মহলে প্রশংসিত হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, যে কাজ ট্রাফিক পুলিশের। সেটা তারা করছে। ট্রাফিক পুলিশ না পারলেও স্বেচ্ছাসেবীরা সড়কে শৃঙ্খলা ফিরিয়েছে। এই জন্য তারা প্রসংশার দাবিদার।

নিসচার সভাপতি তাহমীদ ইশাদ রিপন ও সাধারণ সম্পাদক আইনুল ইসলাম জানান, বর্তমান পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ দায়িত্বে না থাকায় বড়লেখা শহরে যানজট সৃষ্টি হচ্ছে। এই কারণে আমরা গত চারদিন থেকে সড়কে যানজট ও শৃঙ্খলা নিরসনে স্বেচ্ছায় কাজ করছি। যারা উল্টাপথে গাড়ি চালাচ্ছেন, হেলমেটবিহীন মোটরাসাইকেল চালাচ্ছেন, যত্রতত্রস্থানে গাড়ি পার্কিং করছেন। তাদের সচেতন করতে বিভিন্ন পরামর্শ দিচ্ছি।

সকলেই আমাদের কথা শুনছেন। এতে সড়কে শৃঙ্খলা ফিরেছে। যানজট কমেছে এবং স্থানীয় জনসাধারণ আমাদের কাজের প্রশংসা করছেন। সড়কে ট্রাফিক পুলিশ না ফেরা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। তাছাড়া নিসচা বড়লেখা শাখা সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক কার্যক্রমসহ প্রতিনিয়ত সড়ক শৃঙ্খলা কার্যক্রমে অব্যাহত রয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন