তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে অন্যান্য দিনের তুলনায় শহরে জনসাধারণের দূর্ভোগ লাঘবে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে জনস্বার্থে সড়ক শৃঙ্খলা কার্যক্রম অব্যাহত রয়েছে।
রোজা রেখেও শুক্রবার (২১ মার্চ) বেলা ৩ টা থেকে ৫ টা পর্যন্ত নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের তত্বাবধানে পৌর শহরে সড়ক শৃঙ্খলা কার্যক্রমে অংশগ্রহণ করেন নিসচা সহ-সভাপতি আব্দুল আজিজ, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী সদস্য জাকারিয়া আহমদ, শাহাব উদ্দিন।
এছাড়াও পরবর্তীতে অংশগ্রহণ করেন সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার শাকিল প্রমুখ।
এসময় সড়ক শৃঙ্খলা কার্যক্রম পরিচালনা করতে নিসচা নেতৃবৃন্দদের যে সকল অনিয়ম চোঁখে পড়েছে, এলোমেলোভাবে গাড়ি পার্কিং, সড়কে গণহারে ব্যাটারি চালিত রিকশা, ফুতফাত, অপর্যাপ্ত ট্রাফিক পুলিশ। এগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।
এদিকে নিসচা নেতৃবৃন্দরা বলেন, পবিত্র মাহে রমজানে জনদূর্ভোগের কথা চিন্তা করে আমরা রোজা রেখেও জনস্বার্থে সড়ক শৃঙ্খলা কাজে নিয়োজিত রয়েছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। সড়ক শৃঙ্খলা কার্যক্রমে তারা সকলের সহযোগিতা কামনা করেন।