তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ রক্তশূন্যতায় আক্রান্ত চিকিৎসাধীন পরিবহন শ্রমিককে স্বেচ্ছায় রক্তদান করলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ। শুক্রবার রাতে পৌর শহরের নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তিনি ১০’ম বারের মতো রক্তদান সম্পন্ন করেন।
এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখা প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ। পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জনদুর্ভোগ লাঘবে ও সড়কে শৃঙ্খলায় প্রতিবারের মতো এবারও পুরো রমজান মাসব্যাপী জনস্বার্থে টানা দিন-রাত কাজ করছে নিসচা।
তার পাশাপাশি প্রতিনিয়ত মানবিক কল্যাণে কার্যক্রম অব্যাহত রয়েছে।