তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এবং অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম এর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
নিসচা বড়লেখা উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি ও দপ্তর সম্পাদক এনাম উদ্দিনের নেতৃত্বে বুধবার (২০ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানার ওসির কার্যালয়ে পৃথকভাবে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, কার্যনির্বাহী সদস্য রোকসানা আক্তার, শাহরিয়ার শাকিল, ছাদিকুর রহমান, আব্দুল হামিদ প্রমুখ।
এসময় সড়ক দুর্ঘটনারোধে ও সড়কের শৃঙ্খলা প্রণয়নে বিভিন্ন বিষয়াদি এবং নিসচার ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসহ বিভিন্ন কর্ম- পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কেন্দ্র থেকে প্রেরনকৃত নিরাপদ স্মারকগ্রন্থ তাদের হাতে তুলে দেয়া হয়।