তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতরে মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে পৌর শহের জনসাধারণ, চালক, যাত্রী, বাস স্ট্যান্ডে ও বিভিন্ন কাউন্টারে জন-সচেতনামূলক লিফলেট বিতরণ ও
প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের তত্বাবধানে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় পৌর শহরের হাজিগঞ্জ বাজারের বিভিন্ন বাস স্ট্যান্ডে ও কাউন্টারে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং প্রচারাভিযানে উপস্থিত ছিলেন ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, নিসচা বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরুল, আমান হাসান, প্রচার সম্পাদক নূরে আলম মোহন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন, কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান জিল্লুর, এনাম উদ্দিন, শাকিল আহমদ, ছাইদুল ইসলাম ও সাধারণ সদস্য পারভেজ আহমদ প্রমুখ।
এসময় নিসচা কর্মীরা প্রতিটি বাস স্ট্যান্ডে ও কাউন্টারে গিয়ে বাসচালক, হেলপারদেরকে ঈদ যাত্রায় বেপরোয়াভাবে ও অতিরিক্ত যাত্রী নিয়ে গাড়ি না চালানোর আহ্বান জানানো হয়। কোন চালককে যেন নির্ধারিত সময়ের চেয়ে যেন অতিরিক্ত সময়ে গাড়ি না চালান হয় সেদিকে খেয়াল রাখতে গাড়ি মালিকদের প্রতি আহবান জানানো হয়। এছাড়াও গাড়ির ছাদে যাতে কোন ভাবে যাত্রী বহন করা না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করা হয়। যাত্রীদের উদ্দেশ্যে চালকদেরকে কোনভাবে বিরক্ত না করে এবং অতিরিক্ত সময় হাতে নিয়ে বাড়ি উদ্দেশ্য যাত্রা করার জন্য আহ্বান জানানো হয়। তাঁরা মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান করে গাড়ি চালানোর জন্য বিনীতভাবে অনুরোধ করেন এবং চালক, হেলপার ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।