তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সপ্তাহ বিশেষ কর্মসূচির আলোকে ৬ষ্ঠ দিনে সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুন) বিকেল ৩ টায় বড়লেখা পৌর শহরে সচেতনতা মূলক ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ, প্রকাশনা সম্পাদক গণেশ কর, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী সদস্য জমির উদ্দিন, আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, শাহাব উদ্দিন, ছায়দুল আহমদ, আব্দুস সামাদ, পাভেল আহমদ প্রমুখ।
এসময় সড়ক দূর্ঘটনা প্রতিরোধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন মেনে সড়কে চলতে হবে, যেখানে সেখানে গাড়ী পার্কিং করা যাবে না, টেকসই গাড়িতে কুরবানির পশু বহন করা, গতিসীমা মেনে গাড়ি চালনা, ফিটনেস বিহীন গাড়িতে যাত্রী হয়ে না ওঠাসহ সড়কের বিভিন্ন বিষয়াদি নিয়ে সচেতনতা মূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়।