কালাই উপজেলার ভাটা গ্রামে জামে মসজিদে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা শাখার ব্যবস্থাপনায় মুসল্লিদের অজুর জন্য মসজিদে সাবমার্সিবল পাম্প স্থাপন করা হয়েছে। আজ সোমবার সকালে বগুড়া জেলা শাখার অন্যতম কার্যনির্বাহী সদস্য মো: ফিরোজ মন্ডল এর অর্থায়নে তার নিজ গ্রামে নিসচার আয়োজনে মসজিদে সাবমার্সিবল পাম্প স্থাপন করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, মো: জামাল উদ্দিন মন্ডল, মসজিদ কমিটির সাধারন সম্পাদক মো: জহুরুল ইসলাম, নিরোব মন্ডলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ এই মসজিদে মুসল্লিদের জন্য অজুর পানির কোন ব্যবস্থা না থাকায় নামাজ পড়তে আসা মুসল্লিদের বাড়ি থেকে অজু করে আসতে হতো। এমতবস্থায় নিসচা কর্মি ফিরোজ মন্ডল বিষয়টি অবগত হলে তিনি মসজিদে অজুর জন্য পানির ব্যাবস্থা করার আশ্বাস প্রদান করেন এবং সেই প্রতিশ্রতি বাস্তবায়নে আজ তিনি মসজিদে সাবমার্সিবল পাম্প ও অজুখানা স্থাপন করে দেন।