২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরে ” শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসন বগুড়ার সার্বিক সহযোগিতায় বিআরটিএ বগুড়া সার্কেল ও নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার যৌথ আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম, বগুড়ায় সকাল ১০.০০ ঘটিকায়, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জিয়াউল হক জেলা প্রশাসক, বগুড়া। আলোচনা সভার শুভ উদ্ভোদন ঘোষণা করেন সভাপতি, জনাব সালাহ্উদ্দিন আহমেদ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া। স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব এ. টি.এম ময়নুল হাসান, সহকারী পরিচালক(ইন্জ্ঞিনিয়ারিং), বিআরটিএ, বগুড়া সার্কেল, বগুড়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব, ডা. মোহাম্মদ শফিউল আজম, সিভিল সার্জন, বগুড়া, জনাব হেলেনা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক), বগুড়া, জনাব আবু হায়দার মোঃ ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাইওয়ে), বগুড়া রিজিয়ন, বগুড়া।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক, নিরাপদ সড়ক চাই, বগুড়া। জনাব, শাহ আক্তারুজ্জামান ডিউক, সভাপতি, বগুড়া জেলা বাস-মিনিবাস(কোচ) পরিবহন মালিক সমিতি। জনাব সৈয়দ কবির আহম্মেদ মিঠু, সাধারণ সম্পাদক, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। জনাব মোঃ আব্দুল মান্নান মন্ডল, সভাপতি, আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন। জনাব তৌফিক হাসান ময়না, কার্যকরী সভাপতি, বগুড়া জেলা বাস-মিনিবাস(কোচ) পরিবহন মালিক সমিতি।
এ সময় সভায় ২৫০ (দুইশত পঞ্চাশ) জন পেশাজীবী গাড়ী চালকদের সড়ক নিরাপত্তামূলক দিক- নির্দেশনা প্রদান করা হয় এবং নিরাপদ সড়ক চাই এর বগুড়া জেলার সাংগঠনিক সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ইমরান তালুকদার নিপু, ডা. রায়হান, মিজান সহ অন্যান্ন সদস্যগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সোহাগ বলেন, আজ ২২ শে অক্টোবর যার মৃত্যুর মাধ্যমে এদেশে নিরাপদ সড়ক চাই নামে সামাজিক আন্দোলনের সূচনা নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী জাহানার কাঞ্চন। তিনি সড়কে প্রাণ বিসর্জন দিয়ে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে, ‘সড়ক দুর্ঘটনা’ নিছক নিয়তি নয়। এটা মানবসৃষ্ট একটি ব্যাধি। এই ব্যাধি থেকে পরিত্রাণ পাবার জন্যই ‘নিরাপদ সড়ক চাই’ নামে একটি সামাজিক আন্দোলনের জন্ম হয়েছে। পরবর্তীতে সাড়া দেশের মানুষের প্রাণের দাবীতে পরিণত হয়েছে ‘নিরাপদ সড়ক চাই’। তাই সর্বোস্তরের জনগণের দাবীকে আমলে নিয়ে, বাংলাদেশ সরকার, জাহানারা কাঞ্চনের মৃত্যু দিন- ২২ শে অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ হিসেবে ঘোষনা দিয়েছে কয়েক বছর আগেই।
জাতীয় সামাজিক সংগঠন নিসচার কার্যক্রম কারো বিরুদ্ধে নয়, এটা সামাজিক সংগঠন। সমাজের সকলকে নিয়ে নিসচা আন্দোলন করে যাচ্ছে। সকলের সহযোগিতা নিয়েই বাংলাদেশকে সড়ক দুর্ঘটনামুক্ত রাখতে নিসচা কর্মীরা অঙ্গীকারবন্ধ। এসময় তিনি সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিধিমালা বাস্তবায়নের জোর দাবী জানান।