হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন, বগুড়ার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শহিদ উল্লাহ্ (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) এর সাথে আজ নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাত করেন এসময় হাইওয়ে এসপিকে ফুলেল শুভেচ্ছা ও নিসচার সরণিকা প্রদান করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন এএসপি সার্কেল জনাব আলী আহম্মেদ হাসমী।
নিসচা জেলা কমিটির সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক ইমরান তালুকদার নিপু, আইন বিষয়ক সম্পাদক আরমান হোসেন ডলার, কার্যকরী সদস্য আবু রায়হান, শহিদুল ইসলাম ও আমিন।
আলোচনা সভায় হাইওয়ে সড়কে দুর্ঘটনারোধে চালক যাত্রী পথচারীর চলাচল নিরাপদ করতে সচেতনমুলক নানা কর্মকরিকল্পনা করা হয়। হাইওয়েতে সিএনজি/ আটো রিক্সা চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহন এর সিদ্ধান্ত নেয়ার পাশাপশি হাইওয়ের পক্ষ থেকে মটর মালিক, শ্রমিক, ও নিসচা কর্মিদের নিয়ে সভা সেমিনারের বিষয়ে গুরুত্বআরোপ করেন হাইওয়ে এসপি।
সেই সাথে সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত বাজার, হাট, ষ্টান্ডে ক্যাম্পেইন পরিচালনা করার সিদ্ধান্ত নেনে তিনি। নিরাপদ সড়ক চাই এর যেকোন কাজে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন, বগুড়ার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শহিদ উল্লাহ্ (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতি প্রাপ্ত)।
আলোচনা শেষে হাইওয়ে এসপির হাতে নিসচা কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রকাশিত সরণিকা তুলে দেয়া হয়।