English

28 C
Dhaka
রবিবার, এপ্রিল ১৩, ২০২৫
- Advertisement -

বগুড়া টু নাটোর মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিসচা ও হাইওয়ে পুলিশের প্রচেষ্টা

- Advertisements -

আজ বগুড়া টু নাটোর মহাসড়কের বিভিন্ন উল্লেখযোগ্য পয়েন্টে চালক যাত্রীদের নিয়ে পথসভার আয়োজন করা হয়। কুন্দারহাট, রানীরহাট,নন্দীগ্রামসহ দিনব্যাপী বিভিন্ন পয়েন্টে এই পথসভায় চালক যাত্রীদের মহাসড়ক ব্যবহারের নানা দিক তুলে ধরে সচেতন করা হয়।

বগুড়া হাইওয়ে পুলিশের আয়োজনে উক্ত পথসভায় অংশগ্রহন ও সহযোগীতা করে নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখা ও নন্দীগ্রাম উপজেলা শাখা।

হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার জনাব মো শহীদ উল্লাহ (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এর নেতৃত্বে পথসভায় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন এর সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী, কুন্দারহাট হাইওয়ে ওসি, নন্দীগ্রাম থানার ওসি, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, দপ্তর সম্পাদক ইমরান তালুকদার নিপু, অর্থসম্পাদক জাহিদুল রহমান, সদস্য আব্দুল গফুর প্রমুখ ও নন্দীগ্রাম নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার নেতৃবৃন্দরা।

পথসভায় চালকদের দিকনির্দেশনার পাশাপাশি হাইওয়ে এসপি স্থানীয় ও চালকদের কাছে সড়কের সমস্যাগুলো কিকি তা জানতে চান এবং নানা বিষয় উঠে এলে হাইওয়ে এসপি সেইসকল বিষয় সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন । এর ভেতর উল্লেখযোগ্য বাসের গতি কমাতে গানমেশিন দিয়ে নিয়মিত পুলিশ অভিযান পরিচালনা এবং বাজার এলাকায় গতি কমাতে কিছুস্থানে স্প্রীটবেকার নির্মান। সড়কে সাইনযুক্ত বোর্ড স্থাপন ও অবৈধ দোকানপাট উচ্ছেদ এর সিদ্ধান্ত নেয়া হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন