নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির আয়োজনে সড়ক নিরাপত্তা মুলক স্টিকার বাসে লাগানো হয় এবং লিফলেট বিতরন করা হয় চারমাথা বাস টার্মিনালে। সড়ক দুর্ঘটনারোধে সচেতনমুলক এই লিফলেট যাত্রী/চালক/মালিক/পথচারী সহ সকল শ্রেণীর মানুষের হাতে তুলে দেয়া হয় এবং লিফলেটে দেয়া দিক নির্দেশনা গুলো মেনে পথ চলার আহবান জানায় নিসচা বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দরা।
লিফলেট বিতরণ এর পাশাপাশি সচেতনমুলক নির্দেশনাযুক্ত ষ্টিকার ও মহাসড়কে বাস ডাকাতের কবলে পড়লে সাথে সাথে ডাকাতের হাত থেকে উদ্ধার পেতে হাইওয়ে পুলিশের ফোন নম্বর যুক্ত ষ্টিকার বাসে লাগানো হয়। এবং মহাসড়কে কোন চালক নিয়ন্ত্রণহীন গতিতে গাড়ি চালালে আইনি বাবস্থা গ্রহনে প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে দেয়া ষ্টিকার প্রতিটি গাড়িতে চালাক এর সীটের পেছনে লাগানো হয়।
সচেতনমুলক এই ক্যাম্পেইনে নিসচা বগুড়া জেলা কমিটির সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন জেলা শাখার দপ্তর সম্পাদক ইমরান তালুকদার ও মমিনসহ আরো অনেকে।