নিরাপদ সড়ক চাই ফেনী জেলা এবং দাগনভূঞা উপজেলা শাখার সাথে মত বিনিময় করেছেন স্টার লাইন গ্রুপ। নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন এর সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, নিরাপদ সড়ক চাই ফেনী শাখার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, দাগনভূঞা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন রানা, সদস্য গোলাম রসূল মেনন, শনিবার স্টার লাইন গ্রুপের প্রধান কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্টার লাইন গ্রুপের পরিবহন সকল ড্রাইভার, সুপার ভাইজার,হেলপার দেরকে প্রশিক্ষণের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিরাপদ সড়ক চাই ফেনী জেলা শাখা এবং মাতৃছায়া ড্রাইভিং যৌথ ভাবে এ প্রশিক্ষণ পরিচালনা করবে।