ফেনীতে বন্যাকবলিত নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। জেলার দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার কিছু অংশে লোকালয়ে এখনো পানি থাকলেও অন্যান্য উপজেলার বেশিরভাগ এলাকায় বন্যার পানি নেমে গেছে। তবে পানি কমলেও বন্যাকবলিত অনেক এলাকায় খাদ্য, নিরাপদ পানির সংকট ও বিদ্যুৎ সংযোগ না থাকায় বানভাসি মানুষের ভোগান্তি এখনো কমেনি। রান্না করার মতো কোনো পরিস্থিতি নেই। ঘরে থাকা চাল, ডাল, ধানসহ অন্যান্য জিনিসপত্র পানিতে ভিজে গেছে। আবার টাকা থাকলেও সরবরাহ না থাকায় বাজারে প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে না।
দুর্বিসহ এই সকল মানুষের জন্য আজ খাবার রান্না করে নিয়ে যায় নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম ফয়সাল। ফেনীর সোনাগাজি বন্যা এলাকায় প্রায় মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হয়।