English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে শিবগঞ্জে নিসচা’র মতবিনিময় ও মাসব্যাপী কর্মসূচির তালিকা প্রদান

- Advertisements -

রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেছে নিরাপদ সড়ক চাই(নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার গঠিত জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন কমিটি। মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর) নিসচার নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, সহকারী কমিশনার(ভূমি) তাসনিমুজ্জামান, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোর্শেদুল হাসান খান,মোকামতলা ট্রাফিক ফাঁড়ির সার্জেন্ট মাহবুবুর রহমান এর সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়ে নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা ফুটপাতে দখল করে গড়ে উঠা দোকানপাট ও যত্রতত্র ভাবে রাস্তার দু পাশে সিএনজি, অটোরিকশা রাখার ফলে যানজটের সৃষ্টি এবং প্রতিকার সহ সড়কের নানা অব্যবস্থাপনা তুলে ধরেন। সেই সঙ্গে নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন কমিটির অক্টোবর মাসব্যাপী সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখা সভাপতি রশিদুর রহমান রানা,সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান,জেলা কমিটির কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন কমিটির আহবায়ক শফিউল আলম ডিউ,যুগ্ম আহবায়ক ওমর ফারুক, রেশমা খাতুন,সদস্য সচিব আসাদুল্লাহ, সদস্য মিজানুর রহমান,আব্দুর রহিম,সামসুর রহমান,সেলিম হোসেন প্রাং।

মতবিনিময় কালে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন,নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনা রোধকল্পে অনেক কাজ করছে যা সত্যিই প্রশংসার দাবীদার। আগামীতে সড়ক সমূহে দুর্ঘটনা রোধকল্পে ও সড়কের শৃঙ্খলা ফেরাতে শিবগঞ্জের সকল সেক্টরের নেতৃবৃন্দকে নিয়ে তা সমাধানের চেষ্টা করা হবে।

প্রশাসনের কর্মকর্তারা নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার গঠিত নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন কমিটির অক্টোবর মাসব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত সহ সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে কর্মকর্তাদের জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উপলক্ষে নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার মাসব্যাপী কর্মসূচির তালিকা প্রদান করা হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন