২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অক্টোবর মাসব্যাপি নানা কর্মসূচি পালন করে আসছে নিসচা। এরই ধারাবাহিকতায় শারদীয় দূর্গা পূজায় যানজট নিরসনে রাউজান উপজেলার পাহাড়তলী এলাকায় নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষ্যে ❝আইন মেনে সড়ক চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ❞ এ প্রতিপাদ্য সামনে রেখে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাইকিং এর মাধ্যমে চালাক,পথচারী,যাত্রীসহ জনসাধারণের মাঝে সচেতনতা মূলক বার্তা ও লিফলেট বিতরণ কর্মসূচিসহ যানজট নিরসনে কাজ করেন নিসচা সড়ক যোদ্ধারা।
এতে অংশগ্রহণ করেন নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক জয় দাশ গুপ্ত, কার্যকরী সদস্য- শুভ দাশ গুপ্ত,অন্তর দাশ,সৌরভ দাশ গুপ্ত , সাধারণ সদস্য – অভিষেক দাশ গুপ্ত, জয় চাকমা,জয়ন্ত দাশ গুপ্ত,মোঃ তৌহিদুল ইসলাম তুহিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।