সারাদেশের ন্যায় পরিবহন শ্রমিকদের সন্তানদের সকল শিক্ষা প্রতিষ্টানে বিনা বেতনে পড়ার সুযোগের দাবিতে পাইকগাছায় পরিবহন শ্রমিকরা নিরাপদ সড়ক চাই (নিসচা) এর আয়োজনে মানব বন্ধন ও সমাবেশ করেছে।
শনিবার দুপুরে সামাজিক সেচ্ছাসেবী জাতীয় সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) দক্ষিণ অঞ্চল কপিলমুনি শাখা সংগঠনের ব্যনারে, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি এইচ,এম,শফিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কপিলমুনি বণিক সমিতির সাবেক সভাপতি নির্মল মজুমদার।
উপস্থিত ছিলেন অধ্যাপক জ্যোতিন্দ্র বিশ্বাস, শ্রমিক নেতা শানিজ্জামান শানু, মেহেদী হাসান, কবির লতিফ কানু মনিরুজ্জামান লিটন তোফাজ্জেল , রেজাউল ইসলাম, বাবুআবু সাঈদ হোসেন, হাফেজ মাওঃ মফিজ হোসেন, হাফেজ শাহিন ইসলাম, হ্যান্ডলিং শ্রমিক নেতা মোসলেম উদ্দীন দয়াল, শ্রমিক নেতা শেখ মুন্না, আকবার হোসেন সহ নিসচা এর সদস্যবৃন্দ।
এসময় বক্তারা সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিবহন শ্রমিকদের সন্তানদের বিনা বেতনে পড়ার সুযোগের দাবি জানান।