মো. সোহেল কিরণ: পরিবহন শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তাদের সন্তানদের স্কুলে বিনা বেতনে পড়ার সুযোগ এর দাবিতে নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা জানুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি রোটারিয়ান ডাঃ আল ওয়াজেদুর রহমান, সাধারণ সম্পাদক এস এম জামান, কার্যকরী সদস্য হাবিবুর রহমান, হাসান উদ-দৌলা সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় ডা. ওয়াজেদুর রহমান বলেন, পরিবহন শ্রমিকদের সন্তানরা যদি সরকারি স্কুলগুলোতে বিনা বেতনে পড়ালেখা করতে পারে তবে তাদের অর্থনৈতিক চাপ কমে যায় ফলে তারা কিছুটা হলেও মানসিক প্রশান্তিতে থাকবে তাই যানবাহন চালানোর সময় প্রতিযোগিতায় লিপ্ত হবে না এবং ঠিক মত যানবাহন চালাতে মনোযোগী হতে পারবে এর ফলে কিছুটা হলেও দুর্ঘটনা কমবে এবং সড়কে শৃঙ্খলা ফিরবে।