ইখতিয়ার উদ্দীন আজাদ: নওগাঁর পত্নীতলায় “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সফল চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন স্বাক্ষরিত অনুমোদনপ্রাপ্ত উপজেলা কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক হাসান মুহম্মদ শাহরিয়ার, যুগ্ম-আহবায়ক আব্দুল গফুর, সদস্য সচিব ইউনুছার রহমান, অন্যতম সদস্য সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ, আরাফাত হোসেন, হেলাল উদ্দিন, দিলীপ কুমার, দেলোয়ার হোসাইন, সামরিনা আক্তার, রুপা বানু, প্রীতি খাতুন প্রমুখ। নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে সংগঠনটি কার্যক্রম চালিয়ে যাবে-এটাই সকলের প্রত্যাশা।