ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলায় “পথ যেন হয় শান্তির-মৃত্যুর নয়” এই প্রতিপাদ্য সামনে রেখে ও “আইন মেনে সড়কে চলি-নিরাপদে ঘরে ফিরি” এই স্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০২২ উপলক্ষে র্যালি, লিফলেট বিতরণ, আলোচনা সভা ও সড়ক দুর্ঘটনায় মরহুমা জাহানারা কাঞ্চনসহ সকল নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া’র মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উপজেলা কমিটির আয়োজনে উক্ত কর্মসূচি পালন করা হয়। উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড কার্যালয়ে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক হাসান মুহম্মদ শাহরিয়ার, যুগ্ম-আহবায়ক আব্দুল গফুর, যুগ্ম-আহবায়ক মোর্শেদুল আলম, সদস্য সচিব ইউনুছার রহমান, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ, মহিলা বিষয়ক সম্পাদক আনজুমান আরা, অন্যতম সদস্য হেলাল উদ্দিন, ফারুক হোসেন, দিলীপ কুমার, প্রসেনজিৎ কুমার, প্রীতি খাতুন, স্মৃতি রাণী মহন্ত প্রমুখ।