সিলেট ব্যুরো-২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে নিসচা সিলেট মহানগর শাখার উদ্যগে অদ্য ১৫ অক্টোবর রবিবার দুপুরে সিলেট নগরীর দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক সেগুপ্তা কানিজ আক্তার এর সভাপতিত্বে ও নিসচা সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেন।উপস্থিত ছিলেন সহ সভাপতি মোহাম্মদ মনির চৌধুরী, প্রচার সম্পাদক আহসান হাবীব,দূর্ঘটনা ও অনুসন্ধান সম্পাদক মো মারজান তৌফিক প্রমুখ।
এ সময় বক্তারা শিক্ষার্থীদেরকে সময় হাতে নিয়ে স্কুলে আসা ,সড়কে চলাচলের সময় রাস্তার ডানদিক দিয়ে চলাচল করা,রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ ও আন্ডার পাস ব্যবহার করা সহ ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান এবং ট্রাফিক আইন সম্পর্কে কিছু ধারণা প্রদান করা হয়।