ইসমাইল হোসেন, সাভার থেকেঃ গত ১লা ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল দেশের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। তারই ধারাবাহিতায় কেন্দ্রীয় শাখার সাথে একযোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উৎযাপন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার থানা শাখা।
দিনব্যাপী নানা কার্যক্রমের মধ্যে ছিল নিসচা সড়কযোদ্ধাদের মহাসড়কে পথসভা এবং গণপরিবহনে ট্রাফিক আইন ও সড়কের বিভিন্ন নিয়মকানুন সংবলিত সচেতনতামূলক লিফলেট বিতরন।
পরে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার থানা শাখার কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় পরিবহণ চালক,শ্রমিক সহ সাধারণ জনগন অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সড়ক মহাসড়কের বিশৃঙ্খলা দূরিকরণ ও সড়কদূর্ঘটনা রোধ কল্পে সড়কে চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পাশাপাশি সড়কের বিভিন্ন নিয়ম ও ট্রাফিক আইন মেনে চলার উপর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে কেক কাটার মধ্যদিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার থানা শাখার দিনব্যাপী কার্যক্রমের মুলতবি ঘোষনা করা হয়।