ইসমাইল হোসেন, সাভার থেকেঃ দাবী একটাই, নিরাপদ সড়ক চাই। সড়ক দুর্ঘটনায় যেন কোন মায়ের বুক খালি না হয়, কোন স্ত্রী যেন স্বামী হারা না হয়, কোন বোন যেন ভাই হারা না হয়, “পথ যেন হয় শান্তির, মৃত্যু নয়” এই বানী গুলো আমাদের আগামী প্রজন্ম কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিয়ে তাদেরকে সচেতন করার লক্ষ্যে সড়কে চলাচলের নিয়ম কানুন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
নিসচা সাভার থানার শাখা কর্তৃক আয়োজিত দুটি পৃথক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয় কোন্ডা উচ্চ বিদ্যালয় এবং চাকুলিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
এসময় কোন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কলিম উদ্দিন এবং চাকুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আমজাদ হোসেন সহ উভয় শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ আলোচনায় অংশ নেন এবং সার্বিক সহযোগীতা করেন।