শিবগঞ্জ (বগুড়া) নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া শিবগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল এ কমিটির অনুমোদন দেন।
বৃহস্পতিবার (২৩)সেপ্টেম্বর বিকাল ৪ টায় নিসচা কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের হাত থেকে অনুমোদিত কমিটির কপি গ্রহণ করেন নবগঠিত শিবগঞ্জ উপজেলা কমিটির সভাপতি রশিদুর রহমান রানা।
এসময় উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব সাদেক হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মঈন জয়।
উল্লেখ্য, রশিদুর রহমান রানা কে সভাপতি, আব্দুল হান্নান কে সাধারণ সম্পাদক ও রবিউল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৪৪ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।