English

25 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

নিসচা লোহাগাড়া শাখার সাথে কেন্দ্রীয় মহাসচিবের মতবিনিময়

- Advertisements -

নিরাপদ সড়ক চাই লোহাগাড়া শাখার নেতৃবৃন্দদের সাথে নিসচা কেন্দ্রীয় মহাসচিব লিটন এরশাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নিসচা লোহাগাড়া শাখার সভাপতি মুজাহিদ হোসাইন সাগরের নেতৃত্বে শাখা নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চার লেইন কাজের মন্থরতা ও সড়ক দুর্ঘটনার নানা কারণ নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং শাখার কর্মকান্ডের ব্যাপারে কেন্দ্রকে অবহিত করা হয়।

এসময় নিসচার পক্ষ্য থেকে সচেতনমুলক নানা কর্মসূচির মধ্যদিয়ে এই চারলেন কাজ কিভাবে দ্রুত সময়ে বাস্তবায়ন করা যায় সেইসব বিষয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন নিসচা মহাসচিব লিটন এরশাদ।

এছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলায় ৮টি উপজেলা আনোয়ারা, কর্ণফুলি, বাশখালি, বোয়ালখালি, সাতকানিয়া, চন্দ্রনাইশ,পটিয়া,লোহাগাড়া রয়েছে। এর ভেতর লোহাগাড়া ছাড়া বাকি ৭টি উপজেলাতেও নিসচার কাজ বাস্তবায়ণ করার বিষয়ে পারস্পরিক আলোচনা করা হয়। এবং এইসকল উপজেলাতে নিসচার শাখা কমিটি গঠনে লোহাগাড়া শাখার কর্মিদের উদ্যোগি হবার আহবান জানান মহাসচিব লিটন এরশাদ। সেইসাথে ৮টি উপজেলা কমিটি গঠন হবার পর সেই ৮টি কমিটির সমন্নয়ে চট্টগ্রাম দক্ষিন জেলা কমিটি গঠনের পরামর্শ প্রদান করেন তিনি।

সভায় লোহাগাড়া শাখা তাদের বিগত এক বছরের সকল কর্মকান্ড মহসচিবের সামনে তুলে ধরেন এবং সচিত্র প্রতিবেদন দেখান। এবং বিশেষ করে সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সড়কে বিভিন্ন কর্মসূচি পালন। যেসব এলাকা বিপদ জনক সেসকল এলাকায় সাইনবোর্ড স্থাপন। এবং জনগনকে লিফলেট বিতরণ সহ নানা সচেতনমুলক কাজের বিষয়ে অবহতি করেন মহাসচিবকে।

নিসচা কেন্দ্রীয় মহাসচিব লিটন এরশাদ তাদের এইসকল কাজের ভূয়শী প্রশংসা করেন এবং কর্মকান্ড আরো গতিশীল ও কর্মকান্ডে জনসম্পৃক্ততা বাড়াতে তাগিদ দেন। তিনি সেই সাথে চট্টগ্রাম মহাসড়কের দুই পার্শে বিভিন্ন স্থানে যে অধিবাসি রয়েছে তাদের ওপরও সচেতনতা বৃদ্ধিতে নানা রকম ক্যাম্পেইন করার পরামর্শ প্রদান করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন