“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখা মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে অদ্য ০১ অক্টোবর শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে সড়ক দূর্ঘটনারোধে জনসচেতনতামূলক কর্মসূচী পালন করে মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এই কর্মসূচীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ট্রাফিক ক্যাম্পেইন করা হয়। এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য-আসাদ হোসেন, রাকিবুল ইসলাম রকি, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, মমিনুল ইসলাম মানিক, সদস্য- আবিদ হাসান সানু, আশরাফুল ইসলাম, বুলবুল আহমেদ, আলমগীর কবির, স¤্রাট রহমান প্রমুখ।