২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০২১ কে কেন্দ্র করে “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি”এই প্রতিবাদ্য নিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখা মাসব্যাপী কর্মসূচীরঅংশ হিসাবে আজ ৩ অক্টোবর রোববার বিকেলে রাজশাহী মহানগরীর শহীদ কামারুজ্জামান চত্বর (রেল গেট), সিটি কর্পোরেশন মোড়সহ বিভিন্ন সড়কেট্রাফিক ক্যাম্পেইন, স্বাস্থ্য বিধি ও সড়ক আইন মেনে চলার আহবান জানিয়ে প্রচার কর্মসূচী পালন করা হয় ।
এবং সড়ক দুর্ঘটনা রোধকল্পে লিফলেট, করোনাভাইরাস প্রতিরোধে সম্ভাব্য করণীয় পুস্তক ও মাস্ক বিতরণ করা হয়।
এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু, সমাজকল্যান ও ক্রীড়া বিষয়ক সম্পাদক- সাবান আলী দিলীপ, কাযকরী সদস্য-রাকিবুল ইসলাম রকি, তানজিম মোরশেদ তমাল প্রমুখ।