নিসচা কেশবপুর উপজেলা শাখা যশোর জেলা শাখা ও যশোর জেলা বিআরটিএ যৌথ ভাবে সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত।
নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখা যশোর জেলা শাখা ও যশোর জেলা বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বি আর টিএ) যশোর ও নড়াইল সার্কেল যৌথ ভাবে আয়োজিত সড়ক নিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা ফেরাতে আগামী জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করতে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন যশোর জেলার বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে সাধারণ মানুষকে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিআরটিএর এডি জনাব এস এম মাহফুজুর রহমান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা নিরাপদ সড়ক চাই এর সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব তারাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সম্মানিত আহবায়ক জনাব মোঃ হারুনার রশীদ বুলবুল এবং সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিআরটিএর কর্মকর্তা বৃন্দ সাংবাদিক বিভিন্ন পেশাজীবি মহান ব্যাক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথি গন সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে মানুষকে সচেতন করতে সকল শ্রেণির মানুষের প্রতি আহবান জানান। জনাব মোঃ হারুনার রশীদ বুলবুল বলেন, আগামী জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করতে সকলের সহযোগিতা করি।