মহান স্বাধীনতা দিবস ২০২১ উপলক্ষে মোহনপুর উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে শহীদ মিনারে ফুল দিয়ে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
দ্বিতীয় পর্বে আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মিজানুর রহমান সভাপতি নিসচা মোহনপুর উপজেলা। প্রধান অতিথি ছিলেন আল আমিন বিশ্বাস চেয়ারম্যান ৪নং মৌগাছি ইউপি, বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন মোঃ মেজর আলী বিশ্বাস সহঃ সভাপতি নিসচা মোহনপুর উপজেলা শাখা, আব্দুস সবুর মাষ্টার সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ “আমরা সকলে মিলেই আমাদের রাজশাহী টু নওগাঁ মহাসড়ক এর সকল অনিয়ম দূরে ঠেলে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। এরপর দোয়া মাফিের আয়োজন শেষে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।