ঠিক রাস্তার মাঝখানে ইলেকট্রিক পিলার, পথযাত্রীদের জন্য অত্যন্ত ঝুকিপূর্ণ। স্থানটি যশোর জেলার জনবহুল জনপদ মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের জালালপুর বাজার ও ঈদগাহ্ সংলগ্ন এলাকা।
বিষয়টি চোখে পড়ে নিরাপদ সড়ক চাই মণিরামপুর উপজেলা শাখার নেতৃবৃন্দের। কালবিলম্ব না করে নিসচা মণিরামপুর উপজেলা শাখার সদস্য সচিব এস.এম. হাফিজুর রহমানের নেতৃত্বে যুগ্ম আহবায়ক মোঃ শামছুজ্জামান ও নির্বাহী সদস্য মঞ্জুর মোর্শেদ পায়েলকে নিয়ে সরেজমিন পরিদর্শন করার পরে, পথচারীদের সচেতনতামূলক দুইটি সাইন বোর্ড টানানোর ব্যবস্থা করেন।
আজ পহেলা মে, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই দীপ্ত শ্লোগানে নিরাপদ সড়ক চাই মণিরামপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ পথচারীদের সড়কে চলাচলে যেনো বিঘ্ন না ঘটে সেই সচেতনতা থেকে এই ক্ষুদ্র কাজটি করেছেন।nএই উদ্যোগটির জন্য স্থানীয় এলাকাবাসী নিসচার নেতৃবৃন্দকে ভূয়সী প্রশংসা করেন।