নিরাপদ সড়ক চাই ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সড়ক নিরাপত্তায় সেচ্ছাসেবীর মাধ্যমে কাউতলী মোড় এবং ভাদুঘর বাসস্ট্যান্ড গরু বাজারে ট্রাফিক পুলিশ এর সাথে যৌথভাবে কাজ করেছে।
সকাল ১০ টায় কাউতলী মোড়ে শোভাযাত্রা দিয়ে দিনব্যাপী কর্মসূচীটির শুভ উদ্ভোধন হয়।এতে সংগঠনটির সভাপতি জনাব মোহাম্মদ সাদেকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর(টিআই প্রশাসন)জনাব,দেবব্রত কর।
এ সময় আরো উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ব্রাহ্মণবাড়িয়া’র সহ-সভাপতিঃ এড.এম এইচ সরকার পাশা,এস,এম,শাহীন।
উপদেষ্টাঃ ডাক্তার সৈয়দ সাদরুল হুদা নিয়াজ,এম এ মতিন শানু,মোঃ মনির হোসেন দেলোয়ার।সাধারণ সম্পাদক মোঃ কামরুল হক,যুগ্ন সাধারণ সম্পাদকঃহাসানুল ইসলাম হাসান,এবং কমিটির অন্নান্য নেতৃবৃন্দের মধ্যে মোঃ তাহের উদ্দিন ভূইয়া,আশিকুর রহমান ভূঁইয়া,আছিয়া খানম,শেখ শফিকুল ইসলাম,মোঃ আবুল হাসান,নিখিল চন্দ্র দেবনাথ, মাসুদ পারভেজ,ইয়াসির আরাফাত ইমরুল,হাজী তসলিম খান,মোঃ সোহরাব হোসেন,মাহবুবুর রহমান বাবুল, খায়রুজ্জামান ইমরান,মোঃ আমানুল্লাহ আমান,ইমতিয়াজ চৌধুরী আপেল,মোঃ আসলাম খান,পলাশ ভুঁইয়া,জানে আলম রণি, সভাপতি রোভার স্কাউট মোহাম্মদ শরীফ উদ্দিন জসিম এবং ওনার দশ জন রোভার স্কাউট সদস্যসহ অন্যরা।