তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা সৃষ্টি ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় টানা দ্বিতীয় বারের মতো উপজেলা পর্যায়ে দেশ সেরা সংগঠনের কৃতিত্ব অর্জন করায় নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখাকে সংবর্ধনা প্রদান করেছে নিসচা মৌলভীবাজার জেলা শাখা।
এ উপলক্ষে রবিবার (২ জুন) রাত ৮ টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে স্থানীয় রেস্ট ইন হোটেল এন্ড পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে জেলা আহবায়ক রোটারিয়ান শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক মিরাজ আহমদ চৌধুরী’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ আইনজীবী লেখক ও গভেষক ড. মো: আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র জিমি আক্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুহেল আহমদ, সড়ক পরিবহন শ্রমিক লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক একেএম আকলু, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপক জসীম উদ্দিন, নিসচা কমলগঞ্জ শাখার সভাপতি আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক, স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক-ক্রীড়া ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এসময় নিসচা বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ।
প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা সৃষ্টিতে ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় গত ১১ মে ঢাকা শিল্পকলা একাডেমিতে জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচা’র ১০ম মহাসমাবেশে টানা দ্বিতীয় বারের মতো নিসচা বড়লেখা উপজেলা শাখা দেশ সেরা সংগঠনের কৃতিত্ব অর্জন করে।