জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা শাখা।
শনিবার (৯ অক্টোবর) বিকাল ৪:৩০ ঘটিকায় বগুড়া শহরে গণপরিবহন চালক ও জনসাধারনের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিলি করা হয়।
বিলিকালে উপস্থিত ছিলেন নিসচা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক আল আমিন, প্রকাশনা সম্পাতক ইমরান তালুকদার নিপু, কার্যনির্বাহী সদস্য জাকির, সেলিম প্রমুখ।
উল্লেখ্য, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অক্টোবর মাসব্যাপী নিসচা বগুড়া জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ, গণপরিবহনে স্টিকার বিলি, জনসচেতনতা মূলক ট্রাফিক ক্যাম্পেইন, বৃক্ষরোপণ কর্মসূচি, সকল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে স্মারকলিপি পেশ, চালক ও যাত্রীদের মধ্যে ফ্রি মাক্স বিতরণ, পরিবহন শ্রমিক, ট্রাফিক পুলিশ ও সুশীল সমাজের সাথে মতবিনিময়, স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক ক্যাম্পেইন, ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা, জাহানারা কাঞ্চনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে সড়ক দুর্ঘটনায় আহত-নিহতদের জন্য দোয়া মাহফিল, বিভিন্ন ঝুঁকিপূর্ণ সড়ক, সড়ক আইন সম্পর্কে সচেতনতাবৃদ্ধি মূলক প্রচারনা, সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সার্বিক খোঁজ-খবর রাখা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ আরও বিভিন্ন কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হবে।