নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির আয়োজনে শহরের সাতমাথায় মজিব মঞ্চ চত্বরে সচেতনমুলক জনসভা ও ভিডিও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ. টি.এম ময়নুল হাসান, সহকারী পরিচালক(ইন্জ্ঞিনিয়ারিং), বিআরটিএ, বগুড়া সার্কেল, বগুড়া।
‘আইন মেনে সড়কে চলি-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ স্লোগানকে সামনে রেখে রোববার (২২ অক্টোবর) এ বছর সপ্তমবারের মতো সরকারি উদ্যোগে দিবসটি পালিত হলো। দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটি হাতে নিয়েছে মাসব্যাপী নানা সচেতনমুলক কর্মসূচি তারই ধারাবাহিকতায় এই সচেতনমুলক জনসভা ও ভিডিও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সভাপতি রোটাঃ মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান তালুকদার নিপু, দপ্তর সম্পাদক জাহিদুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মীর্জা সাহরিয়া রেজা, মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন খাতুন, নির্বাহী সদস্য জিল্লুর রহমান, শফিকুল ইসলাম, রবিউল ইসলাম সোহাগ, গোলাপ রব্বানী প্রমূখ।