নিরাপদ সড়ক চাই (নিসচা) নান্দাইল উপজেলা শাখার আলোচনা সভা ও সড়কে দুর্ঘটনা এড়াতে পথচারী এবং চালকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ আগস্ট) বেলা ১১টায় উপজেলার নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে নিসচা’র নান্দাইল উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল মাহমুদের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ফয়সাল, তাইফুর রহমান, শরীফুল হক মঈন, পরিবহন মালিক প্রতিনিধি আল- আমিন, খন্দকার সুফি আব্দুল্লাহসহ আরও অনেকেই। আলোচনা সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন পরিকল্পনা গৃহীত হয়। সেগুলো বাস্তবায়নে শীঘ্রই সংগঠনটি কাজ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এরপর উপজেলার ব্যস্ততম এলাকা নান্দাইল চৌরাস্তার বিভিন্ন মোড়ে যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন শাফিন আহমদ, মুজাহিদ ভুইয়া, রকি, মিজানসহ আরও অনেকেই।
প্রসঙ্গত, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের উদ্যোগে যাত্রা শুরু করা নিরাপদ সড়ক চাই আন্দোলন ইতোমধ্যে দেশের প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে। ২০১৫ সাল থেকে নান্দাইল উপজেলায় সংগঠনটির কার্যক্রম চলমান।