নিরাপদ সড়ক চাই (নিসচা) নাটোর জেলা শাখার উদ্যেগে শীতার্ত ব্যক্তিদের মাঝে ৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে। চলতি জানুয়ারী মাসব্যাপী অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী শীতার্ত ব্যাক্তিদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) নাটোর জেলা শাখার সভাপতি মোঃ গোলাম মোস্তফা।
তিনি আরো বলেন, সমাজের অসহায় মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি বিত্তবান ও সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে। আমরা চাই বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক। আমরা নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠন শীতকালে অসহায়দের পাশে দাড়িয়েছি আগামীদিনেও আমাদের এই মানবিক কাজ অব্যহত থাকবে।