আইন মেনে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২। খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া।
জাতীয় সড়ক দিবস উপলক্ষে ডুমুরিয়া উপজেলা প্রশাসন ,থানা প্রশাসন, খুলনা জেলার ট্রাফিক পুলিশ, ডুমুরিয়া ফায়ার সার্ভিস, খর্নিয়া হাইওয়ে পুলিশও নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার যৌথ উদ্দ্যোগে শনিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় একটি র্যালি ডুমুরিয়া মহিলা কলেজ মোড় হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে শেষ হয়। পরে নিরাপদ সড়ক চাই (নিসচা)ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকূলের সঞ্চালনায় ডুমুরিয়া বাজার বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন চালক, পথচারীদেরদের সচেতনতার লক্ষে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার নিসচা উপদেষ্টা শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ উপদেষ্টা শেখ কনি মিয়া , খর্নিয়া হাইওয়ে ওসি মেহেদী হাসান, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সর্দার শরিফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, খুলনা জেলা ট্রাফিক পুলিশ, (নিসচা) উপদেষ্টা ড. গাজী মাহবুবুর রহমান, খান আনিসুজ্জামান, সাবেক ছাত্রনেতা শেখ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, শেখ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, কোষাধক্ষ্য জুয়েল বিশ্বাস, সংস্কৃতি সম্পাদক তুষার কান্তি দত্ত, দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, যুব বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন বাপ্পি, কার্যকরী সদস্য আখতারুজ্জামান লিটন, সর্দার বাদশা, গাজী সোহেল আহমেদ, তারক দাস, এম এ জলিল, তাজিমুল ইসলাম সোহেল, আব্দুর রহমান বেপারী, সৌমেন দাস প্রমুখ।