খান মহিদুল ইসলাম: ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুুল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডুমুরিয়া দুধবাজার মোড়ে লিফলেট ও নিসচা কার্যালয় স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার ২১ এপ্রিল বিকেল ৪ টায় ডুমুরিয়া দুধবাজার মোড়ে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম এর সভাপতিত্বে সাধারন সম্পাদক নাজমুল হোসেন বকুলের সঞ্চালনায় নিসচার ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরন করা হয়।পরে নিসচা কার্যালয় নিম্ন আয়ের মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি গাজী আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক ,দপ্তর সম্পাদক সবুজ দাস, সাংস্কৃতিক সম্পাদক তুষার কান্তি দত্ত, কার্যকরী সদস্য শ্যামল কুমার দাস, গাজী সোহেল আহমেদ, মুজাহিদুল ইসলাম সেতু, তাজিমুল ইসলাম সোহেল, আব্দুর রহমান বেপারী ,এম এ জলিল প্রমুখ।