খান মহিদুল ইসলাম: মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুলের সঞ্চালনায় আলোচনা সভা, র্যালি এবং শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয়।
২১-২-২৪ বৃহস্পতিবার সকাল ৭টা৩০ মিনিটে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে ডুমুরিয়া কলেজ শহীদ স্মৃতিস্তম্ভে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, সাংস্কৃতিক সম্পাদক তুষার কান্তি দত্ত, কোষাধ্যক্ষ জুয়েল বিশ্বাস, যুব বিষয়ক সম্পাদক এস কে বাপ্পি, কার্যকরী সদস্য আখতারুজ্জামান লিটন,গাজী সোহেল আহমেদ, এম এ জলিল, আব্দুর রহমান বেপারী সহ নিসচা শুভাকাঙ্ক্ষী বৃন্দ।