খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া: গাছ লাগান, পরিবেশ বাঁচান, স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে বরাতিয়ায় আয়াতুন নেসা জামে মসজিদ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বুধবার সকাল ১১টায় ডুমুরিয়ার বরাতিয়া আয়াতুন নেসা জামে মসজিদ প্রাঙ্গনে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি গাছ রোপণ করা হয়।
শাহজাহান জমাদ্দার বলেন বর্তমান সরকার বৃক্ষ রোপনের উপর ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছের কোন বিকল্প নাই, আমাদের প্রত্যেকের বাড়িতে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে।বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিসচা সভাপতি খান মহিদুল ইসলাম,সহ সভাপতি মোঃ শাহজাহান জমাদ্দার , যুব বিষয়ক সম্পাদক সাংবাদিক গাজী সোহেল আহমেদ, কার্যকরী সদস্য দেবব্রত, সিদ্দিকুর রহমান বিপ্লব, আব্দুর রহমান বেপারী, এম এ জলিল সহ স্থানীয় অনেকে।