নিরাপদ সড়ক চাই (নিসচা)র আদর্শ-উদ্দেশ্য মেনে গঠিত হল নিসচা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আহবায়ক কমিটি।বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) এই কমিটির অনুমোদন প্রদান করেন নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব এস এম আজাদ হোসেন।
২১ সদস্য বিশিষ্ঠ কমিটির আহবায়ক হয়েছেন মোঃ তানভীর রহমান।যুগ্ম-আহবায়ক হলেন-মোঃ মিনহাজুল ইসলাম ও মোঃ তাওফিকুর রহমান।সদস্য সচিব হলেন-মোঃ ফয়সাল আহমেদ।
নবনির্বাচিত কমিটির একটি প্রতিনিধিদল নিসচা কেন্দ্রীয় কার্যালয়ে এসে চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব এস এম আজাদ হোসেনের নিকট থেকে অনুমোদনপত্র গ্রহণ করেন।এসময় কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান লিটন এরশাদ,অর্থ-সম্পাদক আনোয়ার হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক কাইয়ূম খান,যুব-বিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং কার্যকরি সদস্য কামরুজ্জামান উপস্থিত ছিলেন।