গতি সিমা মেনে চলি,সড়ক দূর্ঘটনা রোধ করি” “২২শে অক্টোবর জাতীয় নিরাপ সড়ক দিবস উপলক্ষ্যে, চকরিয়া উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) চকরিয়া উপজেলা শাখার যৌথ উদ্দ্যেগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়।
র ্যালি ও আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নিসচা,চকরিয়া শাখার সন্মানিত প্রধান উপদেষ্ঠা জনাব জেপি দেওয়ান,নিরাপদ সড়ক চাই(নিসচা)চকরিয়া শাখার সভাপতি সোহেল মাহমুদ নিসচা, সাধারণ সম্পাদক হুমায়ন রশিদ, সহ-সম্পাদক সুধীর চন্দ্র দাশ,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক রানা, নির্বাহি সদস্য ইসপাতুল হাসান ইসপাত, শাহরীয়ার, সাহেদ, স্কাউটস প্রধান, কার্যকরী সদস্য জগদীশ দাশ, স্কুল কলেজের ছাত্র ছাত্রী, সচেতন নাগরিকগন উপস্থিত ছিলেন।