নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার জাতীয় নিরাপদ সড়ক দিবস খুব আড়ম্বরের সহিত পালিত হয়।
নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সফল সম্মানিত আহবায়ক জনাব মোঃ হারুনার রশীদ বুলবুল ও সদস্য সচিব মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল ভাবে আয়োজন করেন।
দিবসটি সারা বাংলাদেশে সরকারি ভাবে এক যোগে পালিত হয়। কেশবপুর নিসচার মাস ব্যাপি কর্মসূচী মোতাবেক আজ কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এম এম আরাফাত হোসেনর জাতীয় নিরাপদ সড়ক দিবস শুভ উদ্বোধনের মাধ্যমে দিবসটি পালিত হয়। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এম এম আরাফাত হোসেন মহোদয়ের উদ্বোধনের পর কেশবপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রেলী শেষে কেশবপুর শহর ত্রিমোহিনি চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর সম্মানিত উপদেষ্টা ডাঃ আলমগীর হোসেন, সম্মানিত উপদেষ্টা সমাজ সেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা বাবু রমেশ চন্দ্র দত্ত, মোঃ আশরাফুজ্জামান, এ্যাডভকেট জুলফিকার আলি ভুট্ট , নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য গন মোঃ হেলাল উদ্দিন, আবুল কালাম আজাদ মিন্টু, সাংবাদিক আলমগীর হোসেন,সেলিম রেজা,আবু সালেহ মাসুদ, আবুল কালাম আজাদ, আজাদ, মোঃ আসাদুজ্জামান, প্রভাষক মনতোষ দাস,হুমায়ূন কবীর, আব্দুল লতিফ রানা, অধ্যাক্ষ মইনুর রহমান, সাংবাদিক আঃ করিম,শিক্ষক মোঃ রফিকুল ইসলাম উজ্জ্বল , সাংবাদিক সুশান্ত কুমার মল্লিক, শাহনাজ পারভীন, মমতাজ বেগম, সাংবাদিক তাহমিনা খাতুন, শরিফা খাতুন, আছিয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।