গোলাম রব্বানী শিপন, বগুড়া জেলা প্রতিনিধিঃ নিরাপদ সড়ক চাই (নিসচা) দেশের শীর্ষ সামাজিক সংগঠন বগুড়া জেলা শাখার উদ্যোগে ও নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির অর্থয়নে নিসচা বগুড়া জেলা কমিটির সভাপতি রোটাঃ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে বুধবার দিনব্যাপী সারিয়াকান্দি যমুনা নদীর চর এলাকায় বন্যায় আক্রান্ত ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (ত্রান) উপহার হিসেবে বিতরণ করেন, জেলার নেতৃত্বেবৃন্দ।
উল্লেখ্য, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশনায় উত্তরবঙ্গের ৩টি বন্যা কবলিত জেলায় ত্রান সামগ্রী বিতরনের দায়িত্ব দেন। যার অংশ হিসেবে প্রথম ধাপে (২৯জুন) বুধবার সারিয়াকান্দি চর এলাকার কুড়ীপাড়া, শেখ পাড়া, রৌহদহ- আমতলা গ্রামের দুর্গত ৩টি পয়েন্টে সংগঠনের নেতৃত্ববৃন্দরা সকলে মিলে সারাদিন ত্রান সামগ্রী বিতরণ করেন। বন্যায় পানিবন্দী কর্মহীন মানুষ গুলো যথা সময়ে ত্রান সামগ্রী পেয়ে খুশি হয়ে নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন সহ এই সংগঠনের প্রতি দোয়া করেন।
এসময় নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির সভাপতি রোটাঃ মোস্তাফিজার রহমান বলেন, বহুদূর ক্লান্তিকর পথ পাড়ি দিয়ে সারিয়াকান্দি দূর্গম এলাকায় ত্রান দেওয়া সহজ কাজ ছিল না। নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার নেতৃত্বরা অনেক কঠিন কাজ সম্ভব করেছেন। তাদের এই আয়োজন ও পরিশ্রম এটি ছিল অসাধারণ একটি মহৎ কাজ।
বিপদের দিনে এক মুসলমান অন্য মুসলমানের বিপদে এগিয়ে আসবে এটা ঈমানি দ্বায়িত্ব, একজন মানুষ অন্য মানুষের বিপদে এগিয়ে আসবে এটাই আমাদের সবার নৈতিক দ্বায়িত্ব।
জেলা কমিটির সহ-সভাপতি আয়েশা বেগম বলেন, আমাদের নিসচা চেয়ারম্যান একজন মানবিত মানুষ। জনতার নেতা। তিনি বগুড়ার বন্যাকবলিত মানুষের জন্য অনুদান দিয়েছেন। তার এই সহযোগিতায় আমরা চির কৃতজ্ঞ। অসহায় এই বানভাসি মানুষের পাশে আমাদের এই সহযোগিতা অব্যহত থাকবে।
এসময় জেলার সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ বলেন, বন্যায় আক্রান্ত মানুষ দুর্দশায় দিনাতিপাত করছে। আমাদের নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের মত সকল সংগঠক ও দেশের বৃত্তবান সমাজের ব্যক্তিদের এ দুঃসময়ে বানভাসীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানিয়ে আরও বলেন, বন্যার পরবর্তী সুষ্ঠু ও সুন্দরভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তির ঘরবাড়ি পূর্ণবাসন জরুরি।
জেলার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শিপন বলেন, তাদের ত্রান কার্যক্রমটি নদীর চর এলাকায় ছিলো যেখানে কেউই এখনও ত্রান নিয়ে যায়নি। আমাদের নিসচা সংগঠন প্রথম ওই এলাকায় গিয়ে ত্রান পৌঁছে দিয়েছে। এখনো প্রচুর মানুষের অনেক সাহায্য প্রয়োজন।
চেয়ারম্যানের চমৎকার এ আয়োজন ছিলো সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয় আল্লাহ আমাদের অসাধারণ কাজ পরিশ্রম গুলো কবুল করুন-আমিন।
তাদের ভারী ত্রান কার্যক্রমে প্রতি বস্তায় ছিল, চাউল, আলু, মুড়ি, বিস্কুট, খাবার স্যালাইন।
এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আয়েশা বেগম, যুগ্না সাধারন সম্পাদক স্বপ্না চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রানা, সাংগঠনিক আল-আমিন, দপ্তর সম্পাদক জাহিদুর রহমান, প্রচার সম্পাদক আলী হাসান রওনক, প্রকাশনা সম্পাদক ইমরান তালুকদার নিপু, মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন খাতুন, আবু রায়হান, আব্দুল গফুর প্রমূখ।