জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উপলক্ষে অক্টোবর মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে সংবাদ সম্মেলন করেছে নিরাপদ সড়ক চাই(নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখা সংবাদ সম্মেলন করেন।
সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় গৌরাঙ্গবাজার কিশোরগঞ্জ অনলাইন পোর্টাল নিউজ অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, নিসচা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো.ফিরোজ উদ্দিন ভুইঁয়া । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নিসচা’র সাধারণ সম্পাদক সাংবাদিক মো. শফিক কবীর ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক মানবজমিন স্টাফ রিপোর্টার মো.আশরাফুল ইসলাম, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি মাজহাব মান্না,দৈনিক আমাদের নতুন সময় জেলা প্রতিনিধি মো.ফারুকুজ্জামান, দৈনিক নয়া দিগন্ত জেলা প্রতিনিধি আল আমিন, সি এন এন বাংলা টিভি জেলা প্রতিনিধি মো. হুমায়ুন কবীর, নিসচা’র সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, এড. শাহ আশরাফ উদ্দিন দুলাল,এড.শামছুল আলম,সাংবাদিক মনির হোসেনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে জানানো হয়, আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” সড়ক দুর্ঘটনা রোধকল্পে কিশোরগঞ্জ সদর উপজেলা কাটাবাড়িয়া আইয়ূব হেনা পলিটেকনিক ইনস্টিটিউট হল রুমে শতাধিক শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ও লিফলেট বিতরণ করা হয়।
সড়ক নিরাপত্তার প্রতিটি বিষয়ে গুরুত্ব দিয়ে নিরাপদ সড়ক চাই এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচি পালন করেছে। নিসচার কেন্দ্রীয় ও শাখা কমিটিগুলোর উদ্যোগে সারাদেশে ১১৩৭টি কর্মসূচি পালন করে।
১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে শেষ হচ্ছে। আমাদের সংগঠনের মূল দাবি নিরাপদ সড়ক আইন ২০১৮ এর বিধিমালা চূড়ান্ত করে এই আইনটি যথাযথভাবে কার্যকর করা।