আজ শুক্রবার (২৮ মে) সকাল ১০ ঘটিকা হতে কাউখালী উপজেলা, বেতবুনিয়ায় কোভিড সংক্রমণ রোধ এবং সড়ক দুর্ঘটনা রোধ ঠেকাতে সচেতনতা মূলক মাইকিং করা হয়।
কর্মসূচীতে আজ সন্ধায় কাউখালী,বেতবুনিয়া ও রাঙ্গামাটি, চট্টগ্রাম, ঢাকা মহাসড়কে বিভিন্ন স্পিড ব্রেকারে রং করণ করা হবে।
এতে উপস্থিত ছিল নিসচা কাউখালী উপজেলা শাখার সভাপতি মোঃ আফসার, সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ এবং সকল সদস্যবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন কাউখালী থানার বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির এস.আই আইয়্যুব আলী, এ এস আই রাসেল আহম্মেদ। উক্ত কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন ইপসা কাউখালী ব্রাঞ্চ এর প্রতিনিধি মোঃজসিম, মোঃফেরদৌস, মোঃ তানবির,প্রশান্ত দাশ।