সাভার থেকে ইসমাইল হোসেনঃ গত ১৩ই জুন সোমবার আনুমানিক সকাল ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট-ইসলামপুর অংশে মাছের আড়ৎ, বালুর গদির ট্রাক চলাচল এবং অবৈধ গাড়ী পার্কিং এর ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ঠিক ঐ সময় প্রতিদিনের মত নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার সহ সভাপতি জনাব ইমরান হোসেন তার কর্মস্থল উত্তরায় যাচ্ছিলেন। দীর্ঘ যানজট দেখে তিনি উল্লেখিত স্থানে নেমে পড়েন এবং যানজট নিরসনে উল্টো পথে আসা গাড়ী গুলোর গতিপথ ঘুরিয়ে সঠিক ও নির্দিষ্ট লেনে চলাচলের জন্য কাজ শুরু করেন। তাতে অনেক গাড়ী তাদের গতিপথ ঘুরিয়ে নির্দিষ্ট লেনে নিলেও প্রতীক সিরামিকস লিঃ কোং এর একটি স্টাফ বহনকারী মাইক্রোবাস যার নাম্বার (ঢাকা মেট্রো-চ-৫৩-৩৪৬৮) তার কথায় গুরুত্ব না দিয়ে তারা জোরপূর্বক উল্টো পথে যেতে চাওয়ায় ইমরান তাদের গাড়ীর গতিপথ রোধ করেন এবং বাধা দেন।
তাতে তারা ইমরানের উপর চড়াও হন, বিভিন্ন হুমকি ধামকি, ভয়-ভীতি প্রদর্শন করে এক পর্যায়ে উল্লেখিত মাইক্রোবাসে তাকে অপহরণ করে প্রতীক সিরামিক লিঃ এর ফ্যাক্টরীতে নিয়ে যায়। সেখানে তাকে শারীরিক ভাবে হেনস্থা করা হয়, তার মোবাইল ফোন, অফিসের আইডি কার্ড ছিনিয়ে নেয়া হয়। এছাড়াও তার কাছ থেকে ক্ষতি পূরণ হিসেবে জোরপূর্বক দশ হাজার টাকা আদায় করে তাকে ছেড়ে দেয়।
এমন ন্যাক্কারজনক ঘটনায় নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার থানা শাখা বিব্রত। এই ঘটনার প্রতিবাদে আজ আনুমানিক বেলা ১১ টায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার থানা শাখা ঢাকা-আরিচা মহাসড়কে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে।
এসময় নিসচার মানব বন্ধনে একাত্মতা প্রকাশ করে কলেজ ছাত্র ছাত্রী ও সাধারণ জনগন অংশগ্রহণ করে।