ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) কর্মীকে লাঞ্ছনা ও কটুক্তির প্রতিবাদে হাটহাজারী উপজেলা শাখার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বাসষ্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত হয়।
বুধবার (১৫ জুন ২০২২) বিকেলে হাটহাজারী বাসষ্ট্যান্ড চত্বরে নিসচা হাটহাজারী উপজেলা শাখার সভাপতি ওজাইর আহমদ হামিদির সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোঃ মোয়েব ও সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উল্লাহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মোঃ সাহেদ চৌধুরী, মোঃ হারুনুর রশীদ চৌধুরী,মোঃ মোতাহের উদ্দিন মাজেদ, মোঃ ইব্রাহীম, মোঃ মনজুরুল আলম, এস এম আজিজুল হক, মোঃ ফোরকান, এমএইচ সাহেদ, আবুল হাশেম মোঃ মন্জুরুল ইসলাম, মোঃ শহীদুল ইসলাম, মোঃ রাশেদুল আলম, মোঃ এমরান বাবু, মোঃজিয়া হায়দার।
বক্তারা ধামরাইস্থ প্রতীক সিরামিকস লিমিটেড এর কতিপয় কর্মী কর্তৃক নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ ইমরান হোসেনকে আক্রমণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং নিরাপদ সড়ক চাই আন্দোলন সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদে নিসচা হাটহাজারী উপজেলা শাখা তীব্র নিন্দা জানিয়েছেন। এসময় দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।