“ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার ” এ প্রতিপাদ্য নিয়ে ২২-এ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে আজ ৬ অক্টোবর রোজ রবিবার ৩ ঘটিকা সময় নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে কমলগঞ্জে ব্যস্ততম বাজার শমসের নগর বাজারে সচেতনতামূলক লিফটে বিতরণ ও পথসভা ও ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
উক্ত লিফলেট বিতরণ ও পথসভা সভাপতিত্ব করেন, নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন নিসচা কমলগঞ্জ শাখার উপজেলা কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম ও আব্দুল গনি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সুলতান এর লতিবুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ দুরুদ মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, নিসচা পৃষ্ঠা পোষক জয়নাল আবেদীন মহোদয়, বিশিষ্ট ব্যবসায়ী সামাজিক ব্যক্তিত্ব জুনায়েদ আহমদ, সামাজিক ব্যক্তিত্ব মাও সাইফুল ইসলাম, কমলগঞ্জ বার্তা সাংবাদিক মোঃ মানিক মিয়া, শমশেরনগর পুলিশ ফাঁড়ি অফিসারস ইনচার্জের প্রতিনিধি অফিসার। মাও নুরুল ইসলাম, সহ অন্য সদস্য বৃন্দ। উক্ত প্রোগ্রাম এ রাস্তা চলাচলের বিভিন্ন যানবাহন এর ড্রাইভার ও পথচারী জনসাধারণের মধ্যে সচেতন মূলক লিফলেট বিতরণ দেওয়া হয়।
উল্লেখ যে, ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা মাসব্যাপি সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করার পরিকল্পনা রয়েছে।